Home রাজনীতি লেবু-কমলেশ-বিষ্ণু-মানিক হত্যা দিবসে শহীদদের প্রতি সিপিবি’র শ্রদ্ধাঞ্জলি

লেবু-কমলেশ-বিষ্ণু-মানিক হত্যা দিবসে শহীদদের প্রতি সিপিবি’র শ্রদ্ধাঞ্জলি

33

ডেস্ক রিপোর্ট: ১৯৭৩ সালের ১০ মার্চ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার টুপুরিয়ায় তৎকালীন আওয়ামী লীগ নেতা হেমায়েত বাহিনী দ্বারা নৃশংস হত্যাকান্ডের শিকার শহীদ কমরেড ওয়ালিউর রহমান লেবু, কমলেশ বেদজ্ঞ, বিষ্ণুপদ কর্মকার ও মানিকের প্রতিকৃতিতে পুষ্পস্তববক অর্পণের মধ্য দিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটি শ্রদ্ধা জানায়।
আজ ১০ মার্চ সকাল ১১টায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শহীদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স হত্যাকারীদের শাস্তি দাবি করে বলেন, স্বাধীনতার পর জনপ্রিয় নেতাদের হত্যা করে ক্ষমতাসীনরা বামপন্থীদের শক্তিহীন করতে চেয়েছিল। এসব হত্যার বিচার না হওয়ায় দেশের রাজনীতিতে হত্যা-খুন-গুম অব্যাহত আছে। এমনকি নানা সময় হত্যাকারীদের পুরস্কৃতও করা হয়েছে। তিনি এসব অপশক্তি, অপরাজনীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ রাজনীতিকে শক্তিশালী করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, ডা. ফজলুর রহমান, অ্যাড. আনোয়ার হোসেন রেজা, মানবেন্দ্র দেব, শ্রমিকনেতা কমরেড আব্দুল কাদের, সাদেকুর রহমান শামীম, যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।