Home সাহিত্য ও বিনোদন লালন তিরোধান দিবসে সম্মানিত হচ্ছেন ৭ গুণীজন

লালন তিরোধান দিবসে সম্মানিত হচ্ছেন ৭ গুণীজন

70

ডেস্ক রিপোর্ট: বাউল সাধক লালন সাঁইজির ১৩১তম তিরোধান দিবসে সম্মাননা স্মারক পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের সাতজন লালন গবেষক ও সাধক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ।

এ উপলক্ষে আজ একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা, পরিকল্পনা এবং প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় বিকেল ৫টায় একাডেমির বাউলকুঞ্জে লালন স্মরণোত্সবের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, লালন গবেষণা ও সাধনায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রথমবারের মতো সাতজন গবেষক ও সাধককে সম্মাননা স্মারক প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে লালন গবেষণায় সম্মাননা পাচ্ছেন অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী ও অধ্যাপক ড. শক্তিনাথ ঝা (ভারত)। লালন সাধনায় সম্মাননা পাচ্ছেন পার্বতী দাস বাউল (ভারত), ফকির মোহাম্মদ আলী শাহ (কুষ্টিয়া), ফকির আজমল শাহ (ফরিদপুর), নিজাম উদ্দিন লালনী (মাগুরা) ও শুরু বালা রায় (ঠাকুরগাঁও) সম্মাননা পাচ্ছেন। সম্মাননা স্মারক হিসেবে প্রত্যেকে পাচ্ছেন একটি করে ক্রেস্ট, স্মারকপত্র ও ২৫ হাজার টাকা।

২০১৯ সাল থেকে প্রতিমাসের পূর্ণিমা তিথিতে ‘সাধুমেলা’ আয়োজন করে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই ধারাবাহিকতায় আজ লালন সাঁইজির ১৩১তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণোত্সব ও সাধুমেলার ৩১তম আসর আয়োজন করা হচ্ছে।-ইত্তেফাক