Home জাতীয় রেশমাকে বাঁচাতে এগিয়ে আসুন

রেশমাকে বাঁচাতে এগিয়ে আসুন

72

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : নুশরাত শারমিন রেশমা (Nusrat Sharmin Resma) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী। ২০১৮ সাল থেকে তিনি দুরারোগ্য ব্যাধি T-cell lung limphoma ( ফুসফুসের ক্যান্সার) এ আক্রান্ত। ৬ সার্কেল কেমো থেরাপি, ওরাল কেমো থেরাপি এবং বিভিন্ন হাই ডোজের মেডিসিন দিয়ে এতদিন পর্যন্ত তার পারিবারিক তত্ত্বাবধানেই চিকিৎসা চলেছিল।

কিন্তু গত কয়েকদিন আগে সিটি স্ক্যান এবং অন্যান্য টেস্টের মাধ্যমে জানা যায়, বাম ফুসফুসের ক্যান্সারটি ডান ফুসফুসকেও আক্রান্ত করছে এবং হার্ট ব্লক করে ফেলছে। যার চিকিৎসা বাংলাদেশে আর সম্ভব না। চিকিৎসক দ্রুত সময়ের মধ্যে ভারতে গিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আল্লাহ না করুন তা নাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হবে না।

আপুর চিকিৎসার জন্য আনুমানিক ৬০ লাখ টাকার প্রয়োজন(কয়েকটি টেস্টের পরে আরো বেশিও লাগতে পারে) যা তার পরিবারের পক্ষে কোনভাবেই যোগাড় করা সম্ভব না।

আপনার আমার ছোট ছোট সাহায্যই এই হাস্যজ্বল মুখটি টিকিয়ে রাখতে পারে।

যারা সাহায্য পাঠাতে চান নিচে তাদের জন্য ব্যাংক একাউন্ট নং এবং বিকাশ নং দেওয়া হলো :

মো: আব্দুর রহমান (আপুর বাবা)
পূবালী ব্যাংক, মতিঝিল কর্পোরেট শাখা, ঢাকা।
হিসাব নম্বর : ০৩৪০১০১২১৯৪৫১

বিকাশ (ব্যক্তিগত) : ০১৭১৬৫৯৯৫৮৯