Home শিক্ষা ও ক্যাম্পাস রুয়েটে শহীদুল্লাহ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রুয়েটে শহীদুল্লাহ থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

26

মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তানভীর আহমেদ (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। ওই শিক্ষার্থী রুয়েটের মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলো।

রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলে থাকতেন। তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বুধবার (১৭ মে) দুপুর ২টার দিকে তানভীরের সহপাঠীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মরদেহ নিজ কক্ষের মধ্যে ফাঁস দেয়া অবস্থায় ছিল। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে।

তিনি আরো জানান,খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ উপস্থিত হয়। তবে মৃত্যুর এ ব্যাপারে নিশ্চিত কোনো ধরনের তথ্য জানা যায়নি। ওই হলের আরো যারা থাকে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

ওসি বলেন,আপাতত ওই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।