Home কৃষি রাহ্মণবাড়িয়ায় লাউ এর বাম্পার ফলনে কৃষক মাঠ দিবস

রাহ্মণবাড়িয়ায় লাউ এর বাম্পার ফলনে কৃষক মাঠ দিবস

39

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামে সফল কৃষকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সফল কৃষক মোঃ মঙ্গল মিয়ার সভাপতিত্বে ও লালতীর সীড লিমিটেড এর রিজিওনাল ম্যানেজার মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় হাইব্রিড লাউ সুলতানা ও মার্টিনা সুপার জাতের সফল মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালতীর সীড লিমিটেড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোয়ারুল হক, টেরিটোরি ম্যানেজার খাইরুল ইসলাম ও পিডিএস এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ হাসান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে অন্যান্য জাতের তুলানায় এই জাতের লাউ চাষে অধিক মুনাফার বিষয়টি তুলে ধরেন। পরে প্রধান অতিথি সফল কৃষকের লাউয়ের মাঠ পরিদর্শন করেন।
কৃষক খলিল মিয়া জানান, তার ২৫শতাংশ জমিতে লালতীর বীজ কোম্পানির সুলতানা এবং আরোও ২৫শতাংশ জমিতে লালতীর বীজ কোম্পানির মার্টিনা সুপার লাউ চাষে খরচ হয়ে মাত্র ১০ হাজার টাকা। আর এখন পর্যন্ত লাউ বিক্রি করেছেন বিশ হাজার টাকা। আরো দেড় লক্ষ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে তিনি জানান। এই জাতটির রোগবালাই কম ও অন্য জাতের তুলনায় দ্বিগুণ ফলন হয়। দেখতে সুন্দর হওয়ায় বাজারে এর চাহিদাও বেশি। অধিক ফলন হওয়াতে সুলতানা লাউ চাষে এলাকার কৃষকের মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে।