Home সারাদেশ রাতের আঁধারে ঘর থেকে উদ্ধার হল বিশাল অজগর।। কুয়াকাটার লেম্বুর বনে অবমুক্ত

রাতের আঁধারে ঘর থেকে উদ্ধার হল বিশাল অজগর।। কুয়াকাটার লেম্বুর বনে অবমুক্ত

30

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখারীর কলাপাড়ায় পরিত্যাক্ত ঘর থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সংগঠনের সদস্যরা। সোমবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রাম থেকে এটিকে উদ্ধার করে তারা। অজগরটি প্রায় ১২ ফুট লম্বা। মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহায়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়। এসময় এসময় পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জের বালিয়াতলী ক্যাম্পের বিট কর্মকর্তা মো.মোস্তফা কামাল, এ্যনিমেল লাভার্স অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান, সদস্য বাইজিদ মুন্সী, এইচ এম মাসুদ হাসান, শাওন মোল্লা সহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। তবে বনভূমি উজাড় করনে কিংবা খাদ্যের সন্ধানে বন থেকে লোকালয়ে চলে আসতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, স্থানীয়দের সংবাদের ভিক্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটি মঙ্গলবার দুপুরে কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়েছে। এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রানী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি।