Home সারাদেশ রাণীশংকৈল পৌর ভবন উদ্বোধন

রাণীশংকৈল পৌর ভবন উদ্বোধন

17

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরবাসীর বহু কাঙ্খিত দীর্ঘ ২০ বছরপর ৬ কৌটি ৯১লক্ষ টাকা ব্যয়ে পৌর ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

রবিবার (৩ মার্চ) পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন,আমি সার্বিক ভাবে মেয়রকে সহযোগিতা করতে চাই, কিন্তু এর মূখ্য ভূমিকা পালন করতে হবে মেয়রকে । আপনারা প্রকল্প তৈরি করেন আমি সংসদে কথা বলে বাস্তবায়ন করবো। তিনি আরো বলেন আগামি ৫বছরের জন্য শহর উন্নয়নে পরিকল্পনা তৈরি করেন ভবিষ্যতে আপনাদের ভোগান্তিতে পরতে হবে না।হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে পৌর ভবনের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা। বিশেষ অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা রকিবুল হাসান, এএসপি সার্কেল রেজাউল হক, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সম্পাদক তাজউদ্দীন আহমেদ, ওসি সোহেল রানা, জাতীয় পাটি যুগ্ন আহবায়ক আবু তাহের, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সভাপতি বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন রবিউল ইসলাম সবুজ, সাবেক মেয়র মোখলেছুর রহমান, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি,
প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সহ-সভাপতি হুমায়ুন কবির প্যানেল মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেফালি বেগম, সাবেক মেয়র আলমগীর সরকার,জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম,অধ্যাক্ষ মহাদেব বসাক, কাউন্সিলর ইসহাক আলী, কাউন্সিল হালিমা আক্তার ডলি,সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগমসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মিরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।