Home সারাদেশ রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।

রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।

120

মোঃ মহশীন আলী, রংপুর অফিস। অতিরিক্ত পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল জনাব মোঃ রেজাউল হকের দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহসীন আলী এর তত্বাবধানে এএসআই মোঃ আনিছুর রহমান মোল্লা’র ঐকান্তিক প্রচেষ্টায় এবং তার নিয়োজিত সোর্সের মাধমে অদ্য ১০/১২/২০২৩ খ্রিষ্টাব্দ রাত্রি ২২:১৫ ঘটিকায় রাণীশংকৈল থানার জিডি নং-৫১১, তাং-১০/১২/২৩ ইং মূলে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল এসআই এরশাদ আলী, এসআই প্রদীপ চন্দ্র মহন্ত, এএসআই- মোঃ সাদিকুল ইসলাম, এএসআই মোঃ মোকলেছুর রহমান, এএসআই মোঃ একেএম শাহীন গণের মাধ্যমে জিআর-৩১৯/২০০১, সেশন কেস নং-৬৫/০৩, রাণীশংকৈল থানার মামলা নং-১৭, তাং-২৯/০৮/২০০১ এর যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামী মোঃ হাফিজ উদ্দিন, পিতা-মোঃ সইফত, সাং-চেংমারী (চোসপাড়া), থানা-রাণীশংকৈল, জেলা-ঠাকুরগাঁওকে দিনাজপুর জেলাধীন বোঁচাগঞ্জ থানা এলাকা হইতে গ্রেফতার করা হয়।

রাণীশংকৈল থানা’র পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মহসীন আলী জানান, দেশে সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতার সহিত সবসময় কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে মহামান্য আদালতের আদেশ বাস্তবায়নের জন্য সার্কেল মহোদয়েয় সার্বিক দিকনির্দেশনায় তাঁরা প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা রাতেও অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। উক্ত ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে।

উল্লেখ্য, উক্ত আসামী মোঃ হাফিজ উদ্দিন ২০০১ সালের একটি হত্যা মামলায় আদালত কর্তৃক যাবজ্জীবন সাজায় দন্ডিত হয়েছেন।