Home কৃষি রাণীশংকৈলে পাটনার প্রকল্পের প্রদর্শনীর উপকরণ বিতরণ

রাণীশংকৈলে পাটনার প্রকল্পের প্রদর্শনীর উপকরণ বিতরণ

81

বিজয় রায়, রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পাটনার সিপের ১২ জন কৃষকের মাঝে কৃষি অধিদপ্তর রানীশংকৈলের আয়োজনে প্রোগ্রাম এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এনটারপ্রেনরশিপ এন্ড রেশিলিয়েন্স ইন বাংলাদেশ (পাটনার) প্রকল্পের আওতায় প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে কৃষি অফিস চত্বরে এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের পাটনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, রানীশংকৈল কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপকারভোগিরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপকরণ গুলি হলঃ রাসায়নিক সার কিটনাশক ও বালাই নাশক জৈব সার সহ বীজ পাটনার ফিল্ড স্কুলের ৪ গ্রুপের ১২ জন সদস্যের মাঝে এই উপকরণ সামগ্রী বিনা মূল্যে বিতরণ করা হয়।