Home সারাদেশ রাণীশংকৈলে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা

রাণীশংকৈলে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে মতবিনিময় সভা

33

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ২৫ এপ্রিল বৃহস্পতিবার সকালে ইএসডিও অফিস হল রুমে প্রেমদীপ প্রকল্পের আয়োজনে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইএসডিও প্রকল্প ম্যানেজার খাইরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টিভ্যাট ও ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার শাহীন তালুকদার, ঠাকুরগাঁও, ইডিও রিতা বেগম,ঠাকুরগাঁও, Raise প্রকল্পের ট্রেইনার নুর আলম, ঠাকুরগাঁও, সিএফ আনোয়ার হোসেন, সিএফ নাজমিন আকতার, উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সংগঠনের সাবেক সভাপতি সুগা মুরমু, সাধারণ সম্পাদক মতিলাল মুরমু, কান্ত পাহান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রকল্পের লক্ষ্য নিয়ে স্বাগত বক্তব্যে সভাপতি বলেন, বাংলাদেশ উত্তর ও পশ্চিম অঞ্চলের দলিত ও আদিবাসী কমিউনিটি গুলোর মর্যাদাপূর্ণ প্রাণবন্ত জীবন উপভোগ ও সক্ষমতা অর্জন করা। প্রকল্পের উদ্দেশ্য হলোঃ(ক)সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করুন । (খ) স্থায়িত্বশীল জিবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নত করণ।(গ) প্রাকৃতিক সম্পদ ও ভূমিতে সমান প্রবেশাধিকার অর্জন। সফলতা নিয়ে, প্রকল্পের ম্যানেজার খাইরুল আলম আরও বলেন, ৩১৮ জন মোটাতাজা করণে সম্পৃক্ততা রয়েছে ৩৫৪ টি গরু, ৮০ জন যুবককে কারিগরি শিক্ষা প্রদান, বর্তমানে ৫৫ জন কর্মী পাপষ উৎপাদনে সক্রিয় ভূমিকা রেখেছেন। ৯৫ জন নারী সদস্য স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্তি করণ করা হয়েছে। প্রকল্পের স্বাহায়তায় চারটি কমিউনিটি সেন্টার সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধন পেয়েছেন।