Home সারাদেশ রাজশাহীর সাথে সারাদেশে ট্রেন যোগাযোগ চালু

রাজশাহীর সাথে সারাদেশে ট্রেন যোগাযোগ চালু

43

মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ রেল স্টেশনের অদূরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘন্টা পর রাজশাহীর সাথে সারাদেশে ট্রেন যোগাযোগ চালু হয়েছে। আজ(১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ৭টায় রাজশাহী রেলস্টেশন থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

তবে লাইনচ্যুত হওয়া বাংলাবান্ধা একপ্রেস ট্রেনের বগিটি ২ নম্বর লাইন থেকে সরাতে মঙ্গলবার সকাল ১০ টা পর্ন্ত সময় লাগে। যার কারণে ওই লাইন দিয়ে সকাল ৬ টা ২০ মিনিটের চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছেড়ে যেতে পারেনি। লাইন ক্লিয়ার হওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে এটি চিলাহাটির উদ্দেশ্যে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার এই তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাবান্দা ট্রেনটি রাত ৯টায় রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় ট্রেনটির শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের উপরে উঠে যায়। ফলে সারাদেশের সাথে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ।

এরপর ঈশ্বরদী থেকে উদ্ধারকারীরা এসে সারারাত ধরে কাজ করে। তবে রাতভর বৃষ্টির কারণে সকাল ১০ টার পর ২ নম্বর লাইন ক্লিয়ার করে উদ্ধারকারী দল। এজন্য ঢাকা থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি সরদহ রেল স্টেশনের পাশে অবস্থান সকাল ১০টা পর্ন্ত দুর্ঘটনা কবলিত ট্রেনটির পাশেই অবস্থান করছিল। লাইন ক্লিয়ার হলে সকাল ৬টা ২০ মিনিটের চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। শুধ তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সোয়া ৪টা ঘণ্টা দেরিতে ছাড়ে। বাকি বিভিন্ন রুটের ট্রেন যথাসময়ে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে বলে জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের এই শীর্ষ কর্মকর্তা।