Home সারাদেশ রাজশাহীতে সাম্যবাদী দল এম-এল কর্মিসভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাম্যবাদী দল এম-এল কর্মিসভা অনুষ্ঠিত

43

মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) রাজশাহী মহানগর শাখার উদ্যোগে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪ দল সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করা সহ অন্যান্য রাজনৈতিক আলোচনা সহকারে সোমবার বিকাল ৪ টায় নগরীর অনুরাগ কমিউনিটি সেন্টারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

কর্মীসভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সম্পাদক কমরেড এস এম ওমর ফারুক।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিট ব্যুরো সদস্য কমরেড লুৎফর রহমান।

এই কর্মীসভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য কমরেড ইঞ্জিঃ সামসুজ্জোহা,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল করিম কাজল,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবীর।

আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের রাজশাহী মহানগরের সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড হাবিবুর রহমান,কমরেড ডাঃ রুহুল আমিন,কমরেড ডাঃ জীবন আহমেদ,কমরেড ইঞ্জিঃ আয়নাল হক,বাংলাদেশ যুব আন্দোলনের রাজশাহী মহানগর সভাপতি কমরেড সোহরাব আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাজশাহী রেশম কারখানা ও রাজশাহী সুগারমিল সহ সকল শিল্প বাঁচানোর সংগ্রাম করার জন্য পার্টি কর্মীদের প্রতি আহবান করেন।

রাজশাহী মহানগর বিপ্লবী সম্পাদক এস এম ওমর ফারুক বলেন,রাসায়নিক সার,তেল,গ্যাস,বিদ্যুৎ সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে।আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৪দল সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন কে নৌকা মার্কায় ভোট দিয়ে দেওয়ার আহবানহ জানান।

জাসদের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,
রাজশাহীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান।রাজশাহী আজ দেশের গণ্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়া ও সারাবিশ্বের প্রশংসার বিন্দুতে পরিণত হয়েছে।রাজশাহীর উন্নয়নের স্বার্থে বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বিকল্প নাই। রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ১৪ দলের সবাইকে খায়রুজ্জামান লিটনের পাশে থাকার আহবান জানান।

তিনি আরও বলেন,আগামী ২১ জুন নির্বাচনে আমরা তাকে বিজয়ী দেখতে চাই। লিটন জিতলে রাজশাহীবাসী জিতবে। এজন্য লিটনের বিজয় নিশ্চিত করতে ১৪ দলের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।