Home জাতীয় রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রনে

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রনে

31

স্টাফ রিপোটার: রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রনে এসেছে।ফায়ার সার্ভিস ভোর পৌনে ছয়টা থেকে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সাভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে অংশ নেয়।তাদের সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী যোগ দেয়। তবে এখনও মার্কেটের ভিতর থেকে ধোয়া বের হচ্ছে । আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও সময় লাগবে। আজ ১৫ এপ্রিল ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, নিউ সুপার মার্কেটে আগুন লাগে ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩০ করা হয়েছে।ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ।
এদিকে মার্কেটে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখতে বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মার্কেটগুলোতে নিরাপত্তা জোড়দার করতে বলেছেন।এর সাথে জামাত-বিএনপির সম্পৃক্ততাও খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী।