Home সারাদেশ রংপুরে জাপার প্রার্থী মোস্তাফিজার রহমান মেয়র হয়েছেন

রংপুরে জাপার প্রার্থী মোস্তাফিজার রহমান মেয়র হয়েছেন

52

রংপুর অফিস: রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের মোস্তাফিজার রহমান বড়ো ব্যবধানে জয়ী হয়েছেন।এ নিয়ে তিনি দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচিত হলেন।
মোস্তাফিজার পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৭শ’ ৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আমিরুজ্জামান পেয়েছেন ৪৯৯৯২ ভোট। তৃতীয় স্থানে হাতি প্রতীকে লতিফুর রহমান পেয়েছেন ৩৩৮৮৩ ভোট। নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী লুৎফা ডালিয়া পেয়েছেন ২২৩০৬ ভোট।

ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ধীরগতির কারণে নিদিষ্ট সময়েরও দীর্ঘক্ষণ পরে বড় কোন ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে রংপুর সিটি করপোরেশনের।
ভোট চলাকালীন সময়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন , ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যালটের চেয়ে স্লো, এছাড়া ভোটার উপস্থিতিও বেশি। এজন্য রসিকের ভোট গড়াতে পারে রাত আটটা পর্যন্ত। এদিকে ইভিএমে ত্রুটির কারণে প্রথম দফায় নিজের ভোট দিতে পারেননি জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
সকাল সাড়ে ৮টায় রংপুর সিটির ভোট শুরু হয়। গতবারের মতো এবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেয়া হয়। ২২৯টি কেন্দ্রের মধ্যে ১৮০৭টি সিসি ক্যামেরা স্থাপন করে ইসি। রসিক নির্বাচনে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। ভোটে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ছিলো ১৬ জনের ফোর্স। আর সাধারণ কেন্দ্রে ছিলো ১৫ জনের ফোর্স।