বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করুন এবং আমাদের জনগণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী শান্তিড়, মানবজাতর কল্যাণ এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য সম্মিলভাবে কাজ করুন।বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশশনে ভাষনে একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি ও জলবায়ু সংকটের প্রভাব এবং বিশ্বব্যাপী খাদ্য , অর্থায়ন এবং জ্বালানি নিরাপত্তার উপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়ন-লক্ষ্যসমূহ অর্জনে ব্যাপক প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে।
তিনি বলেন, বহুজাতিক কূটনীতিকে জোরদারকরণ, জাতিসংঘের উপর অর্জিত দ্বায়িত্বসমূহ পালন করার জন্য প্রচেষ্টা ও সাহসী বক্তব্য, এবং বৈশ্বিক সংকট উত্তরণে সুদূরপ্রসারী ও বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সবসময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসেকে সমর্থন জানায়।
শেখ হাসিনা এবারও জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দেন।এনিয়ে মোট ১৯তম বার জাতিসংঘে ভাষন দিয়েছেন।