Home রাজনীতি যুদ্ধাপরাধী জামাতের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক নিন্দনীয়: জাসদ

যুদ্ধাপরাধী জামাতের সাথে ইইউ প্রতিনিধি দলের বৈঠক নিন্দনীয়: জাসদ

32

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শনিবার এক বিবৃতিত বলেছেন, যুদ্ধাপরাধের সাথ সরাসরি যুক্ত গোষ্ঠী জামাতের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক চরমভাবে গর্হিত একটি নিন্দনীয় কাজ। তারা বলেন, গণতন্ত্র বা বহুমত চর্চা কখনই যুদ্ধাপরাধীদের বৈধতা দেয় না। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। ইউরোপের বিভিন্ন দেশ নাজীবাদীদের রাজনীতি করার রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নাই। বাংলাদশের আইন অনুযায়ী যুদ্ধাপরাধীদের রাজনীতি বা রাজনৈতিক দল করার অধিকার নাই। যুদ্ধাপরাধের সাথে সরাসরি যুক্ত জামাতের রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত রাজনৈতিক দল নয়। জামায়াত নিবন্ধনের বিষয়টি আদালতে নিয়ে গেলেও আদালতে বিষয়টি এখনও মীমাংসিত হয় নাই। এই পরিস্থিতিতে যুদ্ধাপরাধের সাথে সরাসরি যুক্ত, বিতর্কিত জামাতের সাথে ইইউ প্রতিনিধি দলর বৈঠক যুদ্ধাপরাধীদের বৈধতা ও আস্কারা দেয়ার একটি গর্হিত কাজ হিসাবে চিহ্নিত হয়ে থাকবে।