Home সাহিত্য ও বিনোদন যুদ্ধবিরোধী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো নৃত্য উৎসব

যুদ্ধবিরোধী নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হলো নৃত্য উৎসব

28

স্টাফ রিপোটার: নৃত্যের মাধ্যমে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ উৎসব আয়োজন করেছে। শুদ্ধভাবে নৃত্যচর্চায় উব্দুদ্ধ করার লক্ষ্যে জেলা, বিভাগ পর্যায় ছাড়াও দেশের বাইরে যুক্তরাষ্ট্র থেকেও অংশগ্রহণ করছে অর্ধশতাধিক নৃত্যদল। শিল্পের মাধ্যমে, শিল্পচর্চার মাধ্যমে সংস্কৃতির বার্তা ছড়িয়ে দিয়ে গনজাগরণের মধ্য দিয়ে নৃত্যদলগুলোকে পৃষ্টপোষকতা প্রদানের লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ আয়োজন। ৬ দিনব্যাপী জমজমাট এ আয়োজনের পর্দা উঠলো আজকের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

২২ অক্টোবর রোববার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রদীপ প্রজ্জোলনের মধ্য দিয়ে সূচনা হলো ‘গণজাগরণের নৃত্য উৎসব’ এর । ১ম দিনের পরিবেশনায় অংশ নেয় ৯ টি নৃত্যদল । দেশের ৬৭ টিসহ মোট ৭৫ টি নৃত্য দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হবে ৪ টি নৃত্যদল। জাকজমকর্পূণ এ নৃত্য উৎসবের উদ্বোধনী দিনে ছিলো বিভিন্ন দলের পরিবেশনা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব সালাহউদ্দিন আহাম্মদ, সচিব, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তিনি বলেন, ‘সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মধ্যে ভালো চিন্তা ও শুভ বোধ সৃষ্টির লক্ষ্যেই নৃত্য উতসবের এ আয়োজন।’