আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলন ম্যাক্রোঁ। সোমবার ২৫ এপ্রিল দ্বিতীয় ও শেষ ধাপের ভোট গণনার পর ম্যাক্রোঁ প্রায় ৫৮ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন ।বিবিসি খবর।

জানাগেছে ইমানুয়েল ম্যাক্রোঁ ৫৮ শতাংশ ভোট পেয়ে নিজের দ্বিতীয় মেয়াদ নিশ্চিত করেছেন। তিনিই জনপ্রিয়তাই এগিয়ে ছিলেন।অন্যদিকে মেরি লা পেন প্রায় ৪২ শতাংশ ভোট পেয়েছেন।

লা পেন এই ৪২ শতাংশ ভোট পাওয়াকেই ঐতিহাসিক বলে দাবি করেছেন। ফলাফল জানার পর সমর্থকদের সামনে দেয়া ভাষণে তিনি ম্যাক্রোঁর শক্তিশালী বিরোধী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

ফলাফল ঘোষণার পর ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহ্য আইফেল টাওয়ারের সামনে ম্যাক্রোঁর সমর্থকরা বিজয় উল্লাসে মেতে উঠেছে।

এর আগে গত ১১ এপ্রিল প্রথম ধাপের ভোটাভুটি শেষে ৯৭ শতাংশ ভোট গণনায় দেখা যায়, ম্যাক্রোঁ ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট পেয়েছেন। আর মেরি লা পেন পেয়েছেন ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট। এছাড়া ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন জ্য-লুক মেলেনচন।