Home সাহিত্য ও বিনোদন মৌলভীবাজারে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মৌলভীবাজারে বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

44

মৌলভীবাজার প্রতিনিধি : বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিট কর্তৃক আয়োজিত জুম প্লাটফর্মে ভার্চুয়ালী পাঠচক্র ভিত্তিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার (৩১ জুলাই ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘শেষের কবিতা’ শীর্ষক পাঠচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণগন্থাগার অধিদপ্তরের উপসচিব এস এম কামরুজ্জামান।

আজকের এ অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালী যুক্ত ছিলেন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের (কর্মসূচি ও মনিটরিং) সহকারী পরিচালক নুরুজ্জামান, সহকারী পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক রেজাউল করিম ও সহকারী পরিচালক তৌকির আহমদ।

বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের মৌলভীবাজার ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা মো: তাজুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক বিলাস কৃষ্ণ চক্রবর্তী, বিটিআরবই’র সহকারী ম্যানেজার (ফ্যাক্টরি) বব্দুস সোবহান, বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য আফরিদা মাহজাবিন মাহা, মোবারক আলী মিয়া, খলিলুর রহমান, জুবায়ের হাসান, এশারত, আশ্রাফুল সহ অন্যানরা।