ডেস্ক রিপোর্ট: অতিপ্রবল ঘূণিঝড় ‘মোখা’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টায় উপকূল অতিক্রম করেছে।এবং এটি দুর্বল হয়ে মায়ানমারে স্থল গভীর নিম্নচাপে পরিনত হয়েছে।এটি স্থল ভাগের অভ্যন্তরে আরো
উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হতে পারে।
কক্সবাজার সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক দেখিয়ে যেতে বলা হয়েছে।
মোংলা সমুদ্রবন্দরকে ৪ হুশিয়ারি সতর্ক সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গবসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে।