Home জাতীয় মোংলায় টেকসই পর্যটন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

মোংলায় টেকসই পর্যটন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

49

মোংলা থেকে মো. নূর আলমঃ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ঘিরে টেকসই পর্যটন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা ৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে সোলিমার ইন্টারন্যাশনাল এবং ইউএসএইড’র আয়োজনে মোংলার টাইগার হোটেলে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলাপোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইউএসএইড’র প্রাইভেট সেক্টরের কর্মকর্তা ক্রিস মেজারভি। প্রকল্পের লক্ষ্য এবং উদ্দ্যেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ ইকোট্যুরিজম এন্ড কনজারভেশন এলায়েন্স’র চীফ অব পার্টি ক্রিস শীক। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, খুলনা বিশ^বিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলোজি ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ ও জালিবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। কর্মশালায় বক্তারা বাংলাদেশের ফুঁসফুঁস বিশ^ ঐতিহ্য সুন্দরবনকে সুরক্ষা করে টেকসই পর্যটন শিল্প বিকাশে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বক্তারা বলেন চেষ্টা করলে হয়তো আরেকটা তাজমহল তৈরি করা যাবে কিন্তু শত চেষ্টা করেও আরেকটা সুন্দরবন তৈরি করা যাবেনা। বক্তারা আরো বলেন সুন্দরবনে পর্যটন উন্নয়ন পরিকল্পনার সাথে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় মানুষের লোকায়ত জ্ঞান এবং সাংস্কৃতিক ঐতিহ্য ইকোট্যুরিজম উন্নয়নের সম্পদ হতে পারে। কর্মশালায় সুন্দরবনকে ঘিরে পর্যটন শিল্পের সাথে জড়িত এবং নানা শ্রেণীপেশার অর্ধশতাধিক মানুষ অংশগ্রহণ করেন।