Home জাতীয় মোংলায় ইউপি সদস্যদের শপথগ্রহণ; হত্যা মামলার আসামি শপথে অনুপিস্থিত

মোংলায় ইউপি সদস্যদের শপথগ্রহণ; হত্যা মামলার আসামি শপথে অনুপিস্থিত

48

মোংলা থেকে মো. নূর আলমঃ মোংলার ছয় ইউনিয়ন পরিষদের ৭১জন নির্বাচিত ইউপি মেম্বর ৩১ অক্টোবর রবিবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে শপথগ্রহণ করেছেন। একজন নির্বাচিত ইউপি মেম্বর হত্যা মামলার আসামি এবং পলাতক থাকায় শপথে অনুপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার ইউপি মেম্বরদের শপথবাক্য পাঠ করান।
উপজেলা নির্বাহি অফিসার কার্য্যালয় সূত্রে জানা যায় মোংলা উপজেলার ৬ ইউনিয়নের ৭২জন ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে রবিবার সকালে ৭১জন ইউপি সদস্য শপথগ্রহণ করেছেন। চাঁদপাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম হত্যা মামলার আসামী হওয়ায় এবং পলাতক থাকায় শপথগ্রহণ করতে পারেননি। সকাল ১১টায় পর্যায়ক্রমে চাঁদপাই, বুড়িরডাঙ্গা, সোনাইলতলা, মিঠাখালী, চিলা এবং সুন্দরবন ইউনিয়নের নির্বাচিত ইউপি মেম্বরদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল মন্ডল, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম নাজিন, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস প্রমূখ। নির্বাচিত ইউপি সদস্যদের ফুল দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিত করা হয়।