Home সারাদেশ মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা

27

মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ মে সোমবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বওে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট অধিবেশনে বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস ৩ কোটি ১৯ লাখ ৭ হাজার ৮৬ টাকা আয়, ৩ কোটি ১৭ লাখ ৯৭ হাজার ৫’শ ৮৬ টাকা ব্যয় ও ১ লাখ ৯ হাজার ৫ শো হাজার টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন।
সোমবার সকাল ১১টায় উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস। বাজেট সভায় বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র রায়, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তুষার কুমার গাইন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু শেখর বিশ্বাস, বাজুয়া সুরেন্দ্র নাথ কলেজের সাবেক অধ্যক্ষ ঠাকুর দাশ হালদার প্রমূখ। ইউনিয়নের যোগাযোগ, অসহায় ও গরিব মানুষকে সামাজিক সুরক্ষা সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, ক্রীড়া সংস্কৃতি, স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বৃক্ষরোপন, মানব সম্পদ উন্নয়ন, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতাকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট সভা পরিচালনা করেন ২ নং বুড়িরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব অপূর্ব কুমার হালদার। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পরিষদের বর্তমান ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাজেট সভায় চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস বলেন এটি আমার দ্বিতীয় বাজেট ঘোষণা। প্রতি বছর বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করি।