Home সারাদেশ মোংলায় গণহত্যা দিবস পালন

মোংলায় গণহত্যা দিবস পালন

288

মোংলা থেকে মোঃ নূর আলমঃ গণহত্যা দিবস উপলক্ষে ২৫ মার্চ সোমবার সকালে মোংলায় দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, মোংলা সরকারি কলেজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয়। শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীন, সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নীলকমল তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ, বীর মুক্তিযোদ্ধা বিশ^াস রনজিৎ কুমার, মোংলা সরকারি কলেজের প্রভাষক এস এম মাহবুবুর রহমান প্রমূখ। এদিকে গণহত্যা দিবস উপলক্ষে সোমবার সকালে মোংলা সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম রব্বানী। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ড. অসিত বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সাহারা বেগম প্রমূখ। এছাড়া সোমবার সন্ধ্যায় গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দামেরখন্ড বধ্যভূমি স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।