Home সারাদেশ মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন গোলাম সারোয়ার কবীর

মুন্সিগঞ্জ-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন গোলাম সারোয়ার কবীর

34

স্টাফ রিপোটার: নির্বাচন কমিশনের শুনানিতে আপিলে জিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন গোলাম সারোয়ার কবীর।
আজ সোমবার বেলা ১২টায় নির্বাচন কমিশনের আপিল বিভাগে এই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ খবর ছড়িয়ে পড়ার পর মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান -শ্রীনগরে) নির্বাচনি আমেজ ফিরে এসেছে; উৎসাহ উদ্দীপনা বেড়েছে ভোটারদের মাঝে।
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারদের সমর্থনমূলক স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। তালিকায় ভোটারের স্বাক্ষর ত্রুটিপূর্ণ থাকার অভিযোগ এনে গত ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারোয়ার কবীরের মনোনয়নপত্র বাতিল করেন।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর গোলাম সারোয়ার কবীর সাংবাদিকদের বলেন, আমার জনপ্রিয়তার ভীত হয়ে একটি মহল ষরযন্ত্র করেছে। আমার সমর্থক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছে মাঠে। আমাদের বিশ্বাস আছে আমরা জয়ী হবো। এটা আমাদের প্রথম বিজয়। ইনশাল্লাহ নির্বাচনেও জনগনের বিজয় হবে।
এবিষয়ে শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ক্লে বলেন, মুন্সিগঞ্জ-১ আসনে গোলাম সারোয়ার কবীর ভাইয়ের প্রার্থীতা ফিরে আসার এ খবর ছড়িয়ে পড়ার পর এই আসনে নির্বাচনি আমেজ ফিরে এসেছে; উৎসাহ উদ্দীপনা বেড়েছে ভোটারদের মাঝে।