Home সারাদেশ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে: মোংলায় সংবর্ধনায়...

মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে: মোংলায় সংবর্ধনায় নাহার

25

মোংলা থেকে মোঃ নূর আলমঃ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদের। সবাইকে নমনীয় হয়ে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে হবে। কঠিন মুহুর্তে আমাদের পাশে থাকার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। ১৯৯১ সাল থেকে আপনারা আমাদের সাথে আছেন। আমরা মোংলা-রামপালে এসেছিলাম জনগণকে দুর্যোগ থেকে রেহাই দেয়ার জন্য। ৯ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী মোংলার বিভিন্ন স্থানে সংবর্ধনার জবাবে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
মঙ্গলবার সকাল ১১টায় চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোলøা মোঃ তারিকুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ^াস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ই¯্রাফিল হোসেন হাওলাদার প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান। এর আগে নবনির্বাচিত এমপি বেগম হাবিবুন নাহার মোংলা পোর্ট পৌরসভার বটতলা এলাকায় মঙ্গলবার সকাল ১০টায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন। এসময়ে বেগম হাবিবুন নাহার এমপিকে এলাকাবাসীর পÿ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার দুপুর ২টায় টাটিবুনিয়া মন্দির চত্বরে মিঠাখালি ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার। এসময়ে মিঠাখালি ইউনিয়ন বাসীর পÿ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহারকে ফুলেল শুভেচ্ছা জানান মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ই¯্রাফিল হোসেন হাওলাদার। এসময়ে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রীতিশ মন্ডল। এসময়ে এলাকার নানা শ্রেণীপেশার মানুষ নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। অন্যদিকে চতুর্থবারের মতো বাগেরহাট-৩ (মোংলা- রামপাল) আসন থেকে বেগম হাবিবুন নাহার এমপি নির্বাচিত হওয়ায় মোংলায় মঙ্গলবার সকালে আওয়ামীলীগের কার্যালয়ে নেতা কর্মিরা ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নেয়। কিন্তু বেগম হাবিবুন নাহার এমপি ফুলেল শুভেচ্ছা না নিয়েই আহত নেতা কর্মীদের দেখতে হাসপাতালে ছুটে যান। নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা প্রতীকের ১২ নেতা কর্মি যখম হলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তারা। ৯ জানুয়ারি মঙ্গলবার সাড়ে ৯টায় তাদের দেখতে ও খোঁজ নিতে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি হাসপাতালে যান। এসময় আহত নেতা কর্মিরা তাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। নবনির্বাচিত সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার হাসপাতালে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. শাহীন হোসেন জুয়েল। এসয়ে হাসপাতালে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের সাথে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, আওয়ামী লীগ নেতা বেলøাল হোসেন, যুবলীগ নেতা ইসরাফিল হোসেন হাওলাদার, যুবলীগ নেতা ও ইউপি সদস্য খাঁন আহাদুজ্জামান প্রমূখ।###
মোঃ নূর আলম
নিজস্ব সংবাদদাতা
মোংলা
০১৭১১০৫৮২২৬।