Home জাতীয় মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; দগ্ধ ১২

মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ; দগ্ধ ১২

35

চট্টগ্রাম অফিস: কক্সবাজারের কুতুবদিয়া সাগরে মাছ ধরার একটি ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ১২ জেলে দগ্ধ হয়েছেন। এদর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। শনিবার রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয়দের বরাত দিয়ে কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার খান জানান, রাত ১১টার দিকে সমুদ্রে মাছ ধরা শেষে ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছামাত্র আকস্মিক ‘গ্যাস সিলিন্ডার’ বিস্ফোরিত হয়।

এ সময় গ্যাস সিলিন্ডারের আগুন ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে এলে মুহূর্তেই তা পুরো ট্রলারে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ১২ জন জেলে দগ্ধ হন। পরে আগুন থেকে বাঁচতে জেলেরা সাগরে ঝাঁপ দেন।

এ সময় পাশে অবস্থানকারী অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।