Home শিক্ষা ও ক্যাম্পাস মধ্যম আয়ের দেশে পৌঁছাতে শিক্ষা বিপ্লবের বিকল্প নেই

মধ্যম আয়ের দেশে পৌঁছাতে শিক্ষা বিপ্লবের বিকল্প নেই

43

স্টাফ রিপোর্টার: মধ্যম আয়ের দেশে পৌঁছাতে শিক্ষা বিপ্লবের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মনু। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে স্বাধীনতার চেতনায় দেশ গড়ার কাজে নিজেদের মনোনিবেশ করবে। শিক্ষার্থীদের মেধা মননে যথাযথ বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ও মনোযোগী হতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ির ভাঙ্গাপ্রেস এ কে স্কুল এণ্ড কলেজ ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীন বরণ-২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে কাজী মনিরুল ইসলাম মনু বলেন, শিক্ষার্থীদের নিয়মিত হোমওয়ার্ক দিয়ে তা আদায় করতে হবে এবং মানসম্মতভাবে পাঠদান করতে হবে। খেয়াল রাখতে হবে মানসম্মত শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষার্থী গড়ে তোলা সম্ভব না। তিনি বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির কোন বিকল্প নেই। নবীন শিক্ষার্থীরা যে বিভাগেই পড়া লেখা করবে, সেই বিষয়কেই যেন গুরুত্ব দেয়। যাতে করে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের জন্য তারা কাজ করতে পারে। কাজী মনিরুল ইসলাম মনু বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। কোনো রকম নেশার সঙ্গে নিজেকে না জড়ানোর আহ্বান জানান বক্তারা। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। এ কে স্কুল এণ্ড কলেজ’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম অনু ও সভাপতি গিয়াস উদ্দিন গেসুসহ আরো অনেকে। এরআগে এ কে স্কুল এণ্ড কলেজ ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেনির শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরাও।