Home রাজনীতি মধ্যবিত্তসহ শ্রমজীবী সকল মানুষের জন্য রেশনিং চালু করুন–ওয়ার্কার্স পার্টি

মধ্যবিত্তসহ শ্রমজীবী সকল মানুষের জন্য রেশনিং চালু করুন–ওয়ার্কার্স পার্টি

43

ডেস্ক রিপোর্ট: খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দ্রুত উর্ধ্বগতির প্রেক্ষাপটে এক কোটি মানুষকে কার্ড প্রদান করার প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে ওয়ার্কার্স পার্টি বলেছে যে, সকল অংশের শ্রমজীবী মানুষসহ মধ্যবিত্তকেও এই ব্যবস্থার আত্ততায় আনা জরুরী প্রয়োজন। আর সেই লক্ষ্যে সারাদেশে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার আহবান জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। আজ ১৬ মার্চ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দেয়া এক বিবৃতিতে বলা হয় যে, দ্রব্যমূলের উর্ধ্বগতিতে বিত্তহীন, নি¤œবিত্ত মানুষের মত মধ্যবিত্তও কার্যত অসহায় অবস্থায়। বাজার সিন্ডিকেট যাতে বারবার এ ধরণের পরিস্থিতি তৈরী করতে না পারে সে কারণে পূর্ণাঙ্গ রেশনিংব্যবস্থা চালুর কোন বিকল্প নাই। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, প্রধানমন্ত্রী পার্টির এই সুপারিশ বিবেচনায় নেবেন।