Home জাতীয় মজুরি কাঠামো ঘোষণায় ৩০ দিনের আলটিমেটাম দিয়েছে টিউসি

মজুরি কাঠামো ঘোষণায় ৩০ দিনের আলটিমেটাম দিয়েছে টিউসি

22

স্টাফ রিপোটার: গার্মেন্ট শ্রমিকের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবিতে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র উদ্যোগে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ থেকে ৩০ দিনের মধ্যে নতুন মজুরি কাঠামো ঘোষণার সময় বেধে দিয়েছে গার্মেন্ট টিইউসি। সমাবেশ থেকে মজুরি বৃদ্ধি করতে ইচ্ছাকৃত বিলম্বের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, মালিক ও সরকার পক্ষ শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি নিয়ে ক্রমাগত তালবাহানা করে আসন্ন রাজনৈতিক পরিস্থিতির সুযোগ কাজে লাগিয়ে নামমাত্র মজুরি বৃদ্ধির চক্রান্ত চলছে। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অতি চালাকির ফল হিসেবে মালিক ও সরকারের ‘আম ও ছালা’ উভয়ই হারাতে হবে। শ্রমিকের পুঞ্জিভূত ক্ষোভ বিস্ফোরিত হওয়ার আগেই ২৫ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানান নেতৃবৃন্দ।
শুক্রবার ১১ আগস্ট বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তুমুল বর্ষণ উপেক্ষা করে কেন্দ্রীয় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র সভাপতি শ্রমিক নেতা মন্টু ঘোষের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহানের পরিচালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট টিইউসির উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সহ-সভাপতি জলি তালুকদার, জিয়াউল কবির খোকন, সহকারি সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম বাবুল, শাহীন আলম, উত্তরার চৈতি গ্রæপ শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুল ইসলাম, তাজরিন কারখানার আহত শ্রমিক নাসিমা আক্তার, আশুলিয়া আঞ্চলিক কমিটির নেতা শহিদুল ইসলাম প্রমুখ।