Home সারাদেশ ভোট গ্রহণ স্থগিতের দাবী নিখোঁজ প্রাথী আসিফের স্ত্রীর

ভোট গ্রহণ স্থগিতের দাবী নিখোঁজ প্রাথী আসিফের স্ত্রীর

20

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী, বিএনপির সাবেক উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদের স্ত্রী মেহেরুন্নিছা মেহেরীন বুধবার দুপুরে নিজ ভোট কেন্দ্র আশুগঞ্জ সরকারি শ্রমকল্যাণ কেন্দ্রে আসলেও ভোট না দিয়ে চলে যান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, আমার স্বামী শক্তিশালী প্রতিদ্বন্ধি প্রার্থী ছিলেন। কিন্তু তিনি এখনো নিখোঁজ রয়েছেন। আমি নিজেও এক প্রকার নজরবন্ধি। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। তবুও আমাদের কর্মী সমর্থকরা বিভিন্ন কেন্দ্রে এজেন্ট দিয়েছিল। কিন্তু বৈরি পরিবেশের জন্য এদেরকে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যেতে হয়েছে। এভাবে সুষ্ঠু নির্বাচন হতে পারেনা। আমি এসে দেখলাম কেন্দ্রে নানা ধরনের অনিয়ম চলছে। ভোটারের আঙুলের ছাপ নেয়ার পর কলারছড়ি প্রতীকের এজেন্টরা প্রতীকের বাটন চেপে দিচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করলেও প্রতিকার নেই। এছাড়া সকাল থেকে আমি বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের কর্মী সমর্থকদের নিকট থেকে নানা ধরনের অভিযোগ শুনে আসছি। এ অবস্থায় আমি ভোট দেইনি। আমি রিটার্নিং অফিসারকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকার দলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল সবারই জানা। এই অনিয়মের নির্বাচন স্থগিত করার দাবি করছি।
গত ২৭ জানুয়ারি (শুক্রবার) বিকেলে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ মোবাইল ফোন বাসায় রেখে বেড়িয়ে গিয়ে আর বাসায় ফেরেনি। এরআগে গত ২৫ জানুয়ারি (বুধবার) আবু আসিফের নির্বাচনী প্রচারণা প্রধান মুসা মিয়া (৮০) কে ডিবি পুলিশ উঠিয়ে নিয়ে যায়। পরে গ্রাম্য ঝগড়ার মীমাংসিত ঘটনার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। আবু আসিফের স্ত্রী মেহেরুন নিছা মেহেরীন গত মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তার নিকট লিখিত দরখাস্ত দিয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনারকে উক্ত দরখাস্তের অনুলিপি প্রদান করেন।