আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ৩০ জন মারা গেছে । শনিবার সংবাদমাধ্যমে এ খবর জানা গেছে।
মিডিয়া আউটলেট দ্য নিউজমিনিটের খবরে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশে শুক্রবার তিনটি বাস বন্যার পানিতে ভেসে যাওয়ার পর উদ্ধারকারী দল বেশকিছু মৃতদেহ উদ্ধার করেছে। অন্তত ১৮ জন এখনও নিখোঁজ রয়েছে।
ভারতে অক্টোবর থেকে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ভ’মিধসে উল্লেখ সংখ্যক লোক মারা গেছে। আরো বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে।
এদিকে কেরালায় গত মাসে প্রবল বৃষ্টির কারণে অন্তত ৪২ জন মারা গেছে।
বিশ্লেষকরা বলছেন, বাঁধ, বন উজাড় এবং অত্যধিক উন্নয়ন কর্মকান্ডের কারণে দক্ষিণ এশিয়া জুড়ে জলবায়ু পরিবর্তনের ফলে অপ্রত্যাশিত ও চরম আবহাওয়া বিরাজ করছে।