Home জাতীয় ভাড়ী বর্ষন হতে পারে

ভাড়ী বর্ষন হতে পারে

23

ডেস্ক রিপোর্ট: উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হয়েছে এবং এটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়। ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুএক জায়গায় অস্থায়ী দমকা/জড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভাড়ী বর্ষন হতে পারে।

রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপ প্রদাহ বয়ে যাচ্ছে এবং তা প্রমশিত হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ /দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় (৮-১০) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯২ %
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৬ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১০ মিনিট।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের মধ্যেঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করতে পারে।