Home সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের ৭ বগি লাইনচ্যুত ॥ আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় কনটেইনার ট্রেনের ৭ বগি লাইনচ্যুত ॥ আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ

26

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় একটি কনটেইনার ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথে (আপ) লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দারিয়াপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি কনটেইনারবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে সদর উপজেলার দারিয়াপুর এলাকায় পৌছে ১২টা ৫০ মিনিটের সময় ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এতে করে চট্টগ্রাম ও সিলেটের সাথে ঢাকা অভিমুখী (আপ লাইনে) ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট অভিমুখী (ডাউন লাইনে) ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত মাস্টার মোঃ রফিকুল ইসলাম বিকেল ৫টার সময় বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ঘটনাস্থলে পৌছেছে। এখনো উদ্ধার কাজ শুরু হয়নি। তিনি বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারনে রেললাইন বাঁকা হয়ে যাওয়ায় কনটেইনার ট্রেনের ৭বগি লাইনচ্যুত হয়েছে। বর্তমানে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।