Home জাতীয় ব্যাটারীচালিত রিকশা-ভ্যান, ইজি বাইক উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ

ব্যাটারীচালিত রিকশা-ভ্যান, ইজি বাইক উচ্ছেদের প্রতিবাদে সমাবেশ

45

ডেস্ক রিপোর্টঃ ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ নয় আধুনিকায়ন করে রিকশা, ভ্যান, ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান, প্রতিটি সড়ক-মহাসড়কে রিকশা, ইজিবাইকসহ স্বল্প গতির এবং জনগণের সীমিত গতির যানবাহন চলাচলের স্বার্থে পৃথক লেন, সার্ভিস রোড নির্মাণ করাসহ ৪ দফা দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা – ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর আহবানে আজ ২৫ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে রিকশা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগ্রাম পরিষদের আহবায়ক খালেকুজ্জামান লিপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন এর পরিচালনায় অনুষ্ঠিত হাজার-হাজার রিকশা শ্রমিকের সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর বশিদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ-হেল-কাফী-রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, স্কপের যুগ্ম সমন্বয়ক কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বরিশালের ডা: মণিষা চক্রবর্তী, খুলনার জনার্দন দত্ত নান্টু ও হারুনুর রশিদ, ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক নেতা মোশারফ হোসেন, সিলেটের আবুজাফর, তাজুল ইসলাম ও সাঈদ আহমেদ, কুড়িগ্রামের আফজাল হোসেন বুলু ও মোসলেহ উদ্দিন, ফেনীর মালেক মনসুর ও মোহাম্মদ হোসেন, কিশোরগঞ্জের হানিফ মিয়া, দিনাজপুরের কিবরিয়া হোসেন, বগুড়ার মাসুদ পারভেজ, কুষ্টিয়ার আশ্রাফুল ইসলাম, কুমিল্লার নাসিরুল ইসলাম মজুমদার, নারায়ণগঞ্জের মেহেদি হাসান, গাজীপুরের অ্যাড. আব্দুল কাইয়ুঁম, চাঁদপুরের আবু তাহের, লক্ষিপুরের লক্ষণ অধিকারী হৃদয়, নাটোরের কোরবান আলী, গাইবান্ধার লাভলু মিয়া, বরিশাল রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, সিরাজগঞ্জের আব্দুল করিম, রাজশাহীর আলফাজ, রংপুরের শাহাদত, ঢাকার শ্যমপুর-কদমতলির মোহাম্মদ জালাল, গেন্ডারিয়ার সুমন, ডেমরার তানভির নাঈম, বাবু হাসান প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ছাড়া রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হলে একদিকে এই পেশায় নিয়োজিত প্রায় ৫০ লক্ষ শ্রমিক এবং তাদের উপর নির্ভরশীল পরিবারগুলির প্রায় আড়াই কোটি মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে।