Home জাতীয় ব্যাটারিচালিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়ায় আনন্দ মিছিল

ব্যাটারিচালিত যানবাহন চলাচলের অনুমতি দেওয়ায় আনন্দ মিছিল

41

স্টাফ রিপােটার: রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন মহাসড়ক ব্যতীত সর্বত্র চলাচলের অনুমতি প্রদান করে সুপ্রিম কোর্টের দেয়া আদেশে স্বস্তি ও আনন্দ প্রকাশ করে অবিলম্বে ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য প্রণীত খসড়া ‘ থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা-২০২১’ চুড়ান্ত ও বাস্তবায়ন এবং সড়ক-মহাসড়কে বিকল্প লেন নির্মাণের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। আজ ১৩ এপ্রিল সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে রিকশা, ব্যটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ আয়োজিত আনন্দ সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন। আনন্দ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সভাপতি ও স্কপ নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাধারন সম্পাদক আহসান হাবিব বুলবুল, সংগ্রাম পরিষদের উপদেষ্টা রতন মিয়া, এস এম কাদির, সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সংগ্রাম পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে মেহেদী হাসান, তানভীর নাঈম, জালাল আহমেদ, দাউদ আলী মামুন, মোঃ মামুন, রহমতউল্লাহ প্রমুখ।

আনন্দ সমাবেশ শেষে একটি বিজয় মিছিল জাতীয় প্রেসক্লাব চত্বর, তোপখানা রোড, পল্টন মোড়, বিজয়নগর, সেগুবাগিচা হয়ে তোপখানা রোডে এসে শেষ হয়।