Home শোক ও স্মরণ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক রফিকুল ইসলাম মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক রফিকুল ইসলাম মারা গেছেন

41

ডেস্ক রিপাের্ট: বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, তদানীন্তন পূর্ব বাংলা ছাত্রলীগের অন্যতম সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক জনাব রফিকুল ইসলাম মারা গেছেন। গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি গত প্রায় এক দশক যাবত গুরুতর ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। গত ২০২০ সালে করোনা মহামারীর আক্রমণের শুরুতে তিনি কভিডে
আক্রান্ত হন এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে উচ্চ ও নিবিড় তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। করোনা থেকে এক সময় সেরে ওঠলেও
উচ্চ মাত্রার ডায়াবেটিসের কারণে তাঁর সমস্যাদি বেড়ে যায় এবং তিনি নিউ জার্সিতে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। প্রায় সপ্তাহ
আগে তাঁর ডায়াবেটিস আরো বেড়ে যাওয়ার কারণে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
তাঁর গ্রামের বাড়ি ব্রাম্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের পাশে বিখ্যাত নীলাক্ষি গ্রামে। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ও
তাঁর বীর সহযোদ্ধারা সেই এলাকাটিকে প্রায় পুরো সময়টাই হানাদার-মুক্ত রেখেছিলেন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর ও অত্যন্ত নির্লোভ এই মুক্তিযুদ্ধ-সংগঠকের মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক। তাঁরা মরহুমের পরিবারবর্গকেও গভীর সমবেদনা জানিয়েছেন।
শনিবার বিকেল পাঁচটায় আমিরাত এয়ারলাইন্সের বিমানযোগে তাঁর মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে এবং তা বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
বন্ধু-স্বজন, আত্মীয়-পরিজন, সতীর্থ-সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের শেষ দেখার জন্য আজ দুপুর সাড়ে ১২টায় তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের সামনে রাখা হবে। এরপর বাদ জোহর সেখানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেলে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
মরহুম বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সাবেক প্রাধ্যক্ষ, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান প্রতিষ্ঠানের অন্যতম বিজ্ঞানী, অধ্যাপক ড. নাজমা শাহীনের স্বামী ।