Home জাতীয় বিমানের ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মরদেহ দ্রুত দেশে আনা হবে

বিমানের ক্যাপ্টেন নওশাদ কাইয়ুমের মরদেহ দ্রুত দেশে আনা হবে

27

ডেস্ক রিপোর্ট: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনা হবে। ভারতের মহারাষ্ট্রের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকার তিনি মারা গেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মরহুম ক্যাপ্টেনের মরদেহ যত শিগগিরই সম্ভব দেশে ফিরিয়ে আনতে বিমান সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এতে আরো বলা হয়, বিমানের পক্ষ থেকে আগামীকাল বাদ যোহর এর সকল মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হবে।
শুক্রবার ২৭ আগষ্ট দুপুরের ওমান থেকে ঢাকা আসার পথে নওশাদ হার্ট অ্যাটাকের শিকার হন। বিষয়টি বুঝতে পেরে ১৫০ জন যাত্রী নিয়ে ভরতের নাগপুর বিমানবন্দরে নিরাপদে অবতণ করেন ।হার্ট অ্যাটাকে নওশাদের মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয় ও তিনি কোমায় চলে যান। এরপর তাকে কিংসওয়ে হাসপাতালে সম্পূর্ণ ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল।
ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম ১৯৭৭ সালের ১৭ অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ২০০২ সালের ২০ সেপ্টেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন।