Home রাজনীতি বিপুলসহ ৪ জন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় পিসিপি’র সংহতি সমাবেশ

বিপুলসহ ৪ জন হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকায় পিসিপি’র সংহতি সমাবেশ

19

স্টাফ রিপোটার: পার্বত্য চট্টগ্রামের সেনাশাসন বন্ধ ও খুন-সন্ত্রাসের বিরুদ্ধে দেশের সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর ২০২৩) ঢাকা শাহবাগ জাতীয় জাদুঘরে সামনে খাগড়াছড়ির পানছড়িতে সেনাসৃষ্ট নব্যমুখোশ ‘মোতালেব’ বাহিনী কর্তৃক শহীদ বিপুল, সুনীল, লিটন, রহিন ত্রিপুরাকে হত্যা ও হরি কমল ত্রিপুরাসহ ৩ জনকে অপহরণের ঘটনার প্রতিবাদের আয়োজিত সংহতি সমাবেশে তিনি এই আহ্বান জানান।

‘পাহাড়ে সেনা শাসন রুখো, জনগণের লড়াইয়ে একাত্ম হও’ এই আহ্বানে পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত সংহতি সমাবেশে পিসিপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমার সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, নয়া গণতান্ত্রিক গণমোর্চা সভাপতি জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার হারুন অর রশিদ, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ, ব্যারিস্টার সাদিয়া আরমান, লেখক ও গবেষক উৎপল খীসা, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জা, সাংবাদিক ও গবেষক সায়দিয়া গুলরুখ, ল্যাম্পোষ্টে সম্পাদক মন্ডলীর সদস্য সায়েমা খাতুন, সমগীতে সংগীত শিল্পী অমল আকাশ, পিসিপির ঢাকা শাখার সভাপতি নরেশ ত্রিপুরা প্রমূখ। সংহতি সমাবেশে সঙ্গীত শিল্পী সায়ানের পক্ষে শিল্পী বিথী ঘোষ বিপুল, সুনীল, লিটন, আরো নামে একটি কবিতা পাঠ করেন।

এছাড়াও সমাবেশে সংহতি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক আনু মুহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক তানজিম উদ্দিন খান, ঢাবি শিক্ষক সামিনা লুৎফা, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, মানবাধিকার কর্মী ইলিরা দেওয়ান, লেখক রেহনুমা আহমেদ, শিল্পী ও গবেষক মাহতাব উদ্দিন আহমেদ, লেখক ও অনুবাদক ওমর তারেক চৌধূরী, সমগীতের সংগীত শিল্পী বিথী ঘোষ প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠন, লড়াই সংগ্রামের পথ চলার বিপুল চাকমার সহপাঠী এবং গণতান্ত্রিক ছাত্র জোটভূক্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্ত বাড়ৈই, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান রিচার্ড উপস্থিত থেকে সংহতি জানিয়েছেন।