Home রাজনীতি বিএনপির পদযাত্রায় সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়েছে বাসদ

বিএনপির পদযাত্রায় সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়েছে বাসদ

56

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৮ জুলাই সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে গতকাল ঢাক-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের উপর হামলা ও ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে বের করে দেয়া এবং আজ বিরোধী দল বিএনপির পদযাত্রায় বাঙলা কলেজের সামনে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে উভয় ঘটনায় সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছেন।

বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, খোদ রাজধানী ঢাকা শহরের কেন্দ্রে সরকার-প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন এর নাকের ডগায় নির্বাচনে প্রার্থীর উপরে ও এজেন্টদের উপর এধনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে দলীয় সরকার তথা শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সম্ভব নাই। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকায় নির্বাচনের প্রতি জনগণের আর কোন আস্থা যে নাই নির্বাচনে ভোটারের নগণ্য উপস্থিতি এর প্রমাণ।