Home রাজনীতি বিএনপির তৃতীয় দিনের অবরোধ চলছে

বিএনপির তৃতীয় দিনের অবরোধ চলছে

31

স্টাফ রিপোটার: ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে আজ থেকে বিএনপির তিন দিনের লাগাতার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

এদিকে তৃতীয় দিনে অবরোধে রাঝধানীতে যন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে, যাত্রী পরিবহনের চালকরা জানিয়েছেন, প্রতিদিনির তুলনায় যাত্রী কম চলাচল করছে।
রেলপথের খবর নিয়ে জানাগেছে, সকাল থেকে কমলাপুর থেকে স্বাভাবিকভাবে ট্রেন ছেড়ে গেছে। কোথাও কোন সমস্যার খবর পাওয়া যায়নি।ষ্টেশনে যেকোন ধরনে অপ্রতিকর ঘটনা মোকাবেলায় আইশৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
সদরঘাটে খবর নিয়ে জানাগেছে, নৌপথে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী তুলনামুলক কম রয়েছে। সকাল থেকে ভোলা, চাঁদপুর লঞ্চ ছেড়ে গেছে। কোথাও অবরোধ আহবানকারীদের তৎপরতা দেখা যায়নি।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, ২৮ অক্টোবর থেকে বুধবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৫৬৩ জনের অধীক নেতাকর্মী, মোট মামলা করা হয় ৫৫ টি’র অধিক , মোট আহত হয়েছে ৩৪৩৬ জনের অধিক নেতাকর্মী ও মৃত্যু হয়েছে ৯ জন ।

তিনি আরও জানান, এছাড়াও মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৭ দিনে মোট গ্রেফতার করা হয়েছে ৪২৮৩ জনের অধিক নেতাকর্মী এবং মিথ্যা মামলা হয়েছে ৮০ টির অধিক।

রিজভী সারাদেশে অবস্থা জানিয়ে বলেন, গত ২৮ ও ২৯ জুলাই হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী মোট আহত হয়েছে ৫৭২৯ জনের অধীক নেতাকর্মী মোট মামলা হয়েছে ৪৭৩ টি, গ্রেফতার করা হযেছে ৬৯৭৩ জন, আসামী করা হয় ৩৫,৬২৫ জনকে , মৃত্যু হয়েছে ৯ জনের।

এছাড়াও মোট ১৭টি মামমলায় ৯ জনের মৃত্যুদন্ডাদেশ ও প্রায় ১১১ জনের অধিক নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।