Home রাজনীতি বিএনএফ’র পুনঃরায় প্রেসিডেন্ট সাবেক এমপি আজাদ, সেক্রেটারী জেনারেল পদে ড. মারুফ

বিএনএফ’র পুনঃরায় প্রেসিডেন্ট সাবেক এমপি আজাদ, সেক্রেটারী জেনারেল পদে ড. মারুফ

32

স্টাফ রিপোটার: বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ’র ৪র্থ জাতীয় কাউন্সিল ৩১ জুলাই বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সম্মেলনের প্রধান অতিথি বিএনএফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য এস,এম, আবুল কালাম আজাদ।

তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনএফ। নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সময়ে একটি নির্বাচনকালীন সরকার থাকবে। সংবিধান অনুযায়ী সে সরকারের প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। এই সরকারে বিএনএফ’কে ডাকা হলে বিএনএফ সেই সরকারকে সহযোগিতা করবার জন্য সাড়া দিবে। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্য যে কোন অনির্বাচিত সরকারকে মেনে নিবে না বিএনএফ। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনএফ’র সেক্রেটারী জেনারেল ড. মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ।

বিএনএফ’র ৪র্থ জাতীয় কাউন্সিলের ২য় অধিবেশনে প্রেসিডেন্ট ও সেক্রেটারী জেনারেল পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৬টি জেলা থেকে আগত শতাধিক কাউন্সিলর ও ডেলিগেটগণের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট পদে দলের প্রতিষ্ঠাতা জননেতা এস, এম, আবুল কালাম আজাদ এবং সেক্রেটারী জেনারেল পদে ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ পুনঃ নির্বাচিত হন।

সম্মেলনে এস,এম, আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন জেলা থেকে আগত কাউন্সিলরগণ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন (জ্যেষ্ঠতাক্রমে নয়) ড. মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আল মারুফ, মমতাজ জাহান চৌধুরী (মুন্সিগঞ্জ), আতিকুর রহমান খান নাজিম (ঢাকা), এ ওয়াই এম কামরুল ইসলাম (পটুয়াখালী), মমতাজ সুলতানা আহমেদ (মুন্সিগঞ্জ), এড. এস এম ইসলাম (মানিকগঞ্জ), মোঃ শফিউল্লাহ চৌধুরী (চট্রগ্রাম), নুরুল ইসলাম জেন্টু (চাপাইনবাবগঞ্জ), মোঃ সাইফুল ইসলাম (কুষ্টিয়া), শিক্ষাবিদ মো: মজিবুর রহমান (কুমিল্লা), মো: জিল্লুর রহমান (রংপুর), মো: মমিনুল ইসলাম (ঝিনাইদহ), মো: গোলাম মোস্তফা (রাজশাহী), ডা: মো: সবুজ আলী (নরসিংদী), খুরশিদ আলম (নরসিংদী), শহিদুল শিকদার (নরসিংদী), মো: জাবেদ আলী (নওগা), আজিজুল হাকিম (শরীয়তপুর), সৈয়দা শারমিন জাহান (চট্রগ্রাম), তাসনুভা আঞ্জুম (চট্রগ্রাম), মো: হৃদয় (নাটোর), এম.এ.এইচ আল ফারুক সুমন (রাজশাহী), মো: আশরাফুল হক (চাপাইনবাবগঞ্জ), মো: খায়রুজ্জামান লিটন (রাজশাহী), এম.এ.রহিম (চাপাইনবাবগঞ্জ), মো: তানজুর রহমান (রাজশাহী), সাদিকুন নাহার খান (নারায়ণগঞ্জ), নাছির উদ্দিন (নরসিংদী), খলিলুর রহমান খান (বরগুনা), মো: আরিফুল ইসলাম (গাজীপুর), মো: হারুনর রশীদ (কুষ্টিয়া), গোলাম সারোয়ার আজাদ (ঢাকা), মুহা: আব্দুল করিম সরকার (জামালপুর), আব্দুল মজিদ (কিশোরগঞ্জ), শেখ মো: আল আমিন প্রিন্স (গোপালগঞ্জ), গাজী শাহ জালাল (ময়মনসিংহ), মো: কামরুল হোসেন (কুমিল্লা), রায়হান শরীফ (ঢাকা), কে এম সাইফুদ্দিন (কুমিল্লা), মোহাম্মদ আবুল কালাম (নোয়াখালী), মো: আফজাল হোসেন (বরিশাল), কাজী রিফাত (মাগুরা), মো: আকবর (লক্ষ্মীপুর), মো: মুনছুর আহম্মদ (চাঁদপুর), মো: আজিজুল হক (ময়মনসিংহ), মো: মুস্তাফিজ (রাজশাহী), মোস্তফা বাবুল (জামালপুর), মো: সিরাজুল ইসলাম সিরাজ (নীলফামারি), মো: উজ্জ্বল ভুইয়া (ব্রাক্ষণবাড়িয়া), শামসুল আলম স্বপন (কুষ্টিয়া), এস, এম, হাসনাত বিল্লাহ (রাজশাহী) সৈয়দ মাহবুব আজাদ (ঢাকা), রিয়াদুল আহসান চৌধুরী (ঢাকা), সজিব কায়সার মিথুন (ঢাকা) সহ ৫৬ জেলা থেকে আগত কাউন্সিলর ও ডেলিগেটগণ।