Home রাজনীতি বাসা-বাড়ীর গ্যাসের দাম বৃদ্ধি হবে জনগণের জন্য “মড়ার উপর খাঁড়ার ঘা”: সিপিবি

বাসা-বাড়ীর গ্যাসের দাম বৃদ্ধি হবে জনগণের জন্য “মড়ার উপর খাঁড়ার ঘা”: সিপিবি

22

ডেস্ক রিপোর্ট: চাল, ডাল, পেঁয়াজসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং গ্যাস, পানি, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন থানা কমিটির উদ্যোগে আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর কাকরাইলস্থ (বিজয়নগর) নাইটএঙ্গেলের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন থানা কমিটির সভাপতি কমরেড কার্ত্তীক চক্রবর্তী। বক্তব্য রাখেন সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকম-লীর সদস্য ও পল্টন থানার সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, সিপিবি দক্ষিণের সম্পাদকম-লীর সদস্য হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, পল্টন থানা কমিটির সদস্য হযরত আলী, মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন থানা কমিটির সদস্য মঞ্জুর মঈন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন তিতাসের প্রস্তাব অনুযায়ী ব্যাপকভাবে গ্যাসের ইউনিট পূননির্ধারণ করা হলে আবাসিক খাতে এক চুলার বিল ৩৮৯ টাকা বেড়ে হবে ১হাজার ৩শত ৭৯ টাকা এবং দুই চুলার বিল ৩৮৯ টাকা বেড়ে হবে ১হাজার ৫শত ৯২ টাকা যা এদেশের জনগণের জন্য “মড়ার উপর খাঁড়ার ঘা”। সমাবেশে নেতৃবৃন্দ আরো বলেন চাল, চিনি, পেঁয়াজসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। নেতৃবৃন্দ বাজার সি-িকেট ভেঙ্গে অবিলম্বে নিত্যপণ্যের দাম সহনীয় অবস্থায় আনার দাবি জানান।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুরানা পল্টন মোড়ে এসে শেষ হয়।