Home রাজনীতি বাসদের কংগ্রেসে আগত বিদেশি অতিথিদের সাথে বাংলাদেশের বামপন্থী দলগুলোর মতবিনিময়

বাসদের কংগ্রেসে আগত বিদেশি অতিথিদের সাথে বাংলাদেশের বামপন্থী দলগুলোর মতবিনিময়

82

ডেস্ক রিপোর্টঃ বাসদের কংগ্রেস উপলক্ষে আগত শ্রীলংকার জনতা ভিমুক্তি পেরামুনা (জেভিপি) পার্টির নেতৃবৃন্দের সাথে বাংলাদেশের ক্রিয়াশীল বামপন্থি দলসমূহের একটি মতবিনিময় সভা আজ ৬ মার্চ বেলা ১১টায় সেগুনবাগিচাস্থ স্বাধীনতা হলে অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাবেক সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এবং সঞ্চালনা করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ। জেভিপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড তিলভিন সিলভা ও পলিটব্যুরো সদস্য কমরেড বিমল রত্নায়েক। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জমান রতন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বহ্নিশিখা জামালী, আকবর খান, সিপিবি’র সভাপতি কমরেড শাহ আলম, সাজ্জাদ জহির চন্দন, আব্দুল্লাহ আল কাফি রতন, অনিরুদ্ধ দাস অঞ্জন, রাগিব আহসান মুন্না, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা মানস নন্দী ও জহিরুল ইসলাম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও শহীদুল ইসলাম সবুজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভুঁইয়া, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র নেতা বিধান চন্দ্র দাস প্রমুখ।