Home জাতীয় বানারীপাড়ায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শাহে আলম এমপি

বানারীপাড়ায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শাহে আলম এমপি

40

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নে তালাপ্রসাদ গ্রামে একাত্তরের মুক্তিযুদ্ধে নিহত সকল বীর শহীদের স্মরণে বধ্যভূমি সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় তিনি বলেন,যাদের রক্তের বিনিময়ে আমরা লাল-সবুজ পতাকা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এ জাতি তাদের চিরকাল গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। আর সেই বীর শহীদদের স্মৃতি ধরে রাখতেই এ প্রয়াস। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, উপজেলা ইঞ্জিনিয়ার মো. হুমায়ুন কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু,সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক,পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলুর রহমান, সৈয়দকাঠি ইউনিয়ন ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল কৃষ্ণ বসাক, বাংলা প্রভাষক মো. আব্দুল বাকী,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শিক্ষক হায়দার আলী,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,পৌর ছাত্রলীগের সম্পাদক সজল চৌধুরী প্রমুখ। এছাড়াও সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউপির বিভিন্ন ওয়ার্ডের মেম্বাররা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মসজিদবাড়ি আলিম মাদরাসার শিক্ষক ক্বারী মো. নুরুল আমীন। প্রসঙ্গত, উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের তালাপ্রসাদ গ্রামের গনি খন্দকারের বাড়ীর বাগানে ছোট একটি গণকবর রয়েছে। ওই গণকবরে আঃ গণি খন্দকার(৬০), তার ছেলে দেলোয়ার হোসেন(২০) ও হাওলাদার বাড়ীর মক্তবের মাষ্টার সহ ৩জনের লাশ রয়েছে। পাক বাহিনীর হাতে ওই এলাকায় তখন জোনাব আলী(৭০), তার ছেলে কালু(২৯), মোশারেফ হাওলাদার(৪৬), সত্তার বেপারী(১২), বাবরজান হাওলাদার(৪০), আঃ রহমান হাওলাদার(৩৫), তুজম্বর চৌকিদার(৬০) সহ ২৬ জন নারী-পুরুষ নিহত হয় বলে জানা যায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়ে আসছিলো। স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম তাদের সেই দাবি পূরণে উদ্যোগ নেওয়ায় শহীদ পরিবার ও এলাকাবাসী তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।