Home সারাদেশ বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান শান্ত’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান শান্ত’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

13

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তকে নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় আসামী করার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) বিকালে বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় দাখিল মাদরাসার সামনে ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও কৃষকলীগের যুগ্ম আহবায়ক শাহাদাৎ হোসেন রানা,উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার দাস,বর্তমান সাধারণ সম্পাদক জামাল পারভেজ প্রমুখ বক্তৃতা করেন। এসময় বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমদ কিসলু, বিশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন বাহাদুর,যুগ্ম সম্পাদক নিরঞ্জন মন্ডল,সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া ও হান্নান মিয়া,দপ্তর সম্পাদক মহিবুল্লাহ আকন,প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান,সদস্য জলিল আর্ট,৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন তালুকদার,৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন,৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহীন মিয়া,সাধারণ সম্পাদক খোকন মিয়া, ৯নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদৎ হোসেন মাষ্টার, ইউপি সদস্য সেলিম মিয়া, ছাত্রলীগ নেতা আহাদুজ্জামান শামীম, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম হিমু, হাবিবুর রহমান মুন্না, ইমরান হোসেন ইমু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের সমর্থকদের হামলা-পাল্টা হামলা ও মটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী একে ফাইয়াজুল হক রাজুর মেয়ে তাহরিন হক বাদী হয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তসহ ১৯জনকে সুনির্দিষ্ট ও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।