Home সারাদেশ বানারীপাড়ায় ভাষা সংগ্রামী অধ্যাপক রফিকুল ইসলামের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

বানারীপাড়ায় ভাষা সংগ্রামী অধ্যাপক রফিকুল ইসলামের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

30

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখারের কৃতি সন্তান ৫২’র ভাষা সংগ্রামী ৫০ ও ৬০’র দশকের প্রখ্যাত বাম ও কৃষক নেতা বিএম কলেজের বাংলা বিভাগের তৎকালীণ অধ্যাপক অ্যাডভোকেট রফিকুল ইসলামের ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শেরেবাংলা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠসহচর বার বার কারাবরণকারী সৎ ও নির্মোহ রাজনীতিকের পথিকৃত এ নেতার রুহের মাগফেরাত কামনায় তাঁর বড় ছেলে বরিশাল সংযুক্ত পিরোজপুর (বানারীপাড়া-স্বরূপকাঠি) ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনি’ বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বলিয়ারকাঠি গ্রামের ‘মিয়া বাড়িতে’ ১জুলাই শনিবার বাদ জোহর দোয়া-মিলাদের আয়োজন করেন। উক্ত দোয়ানুষ্ঠানে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলমসহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী,সমর্থক,বিভিন্ন ইউপির সাবেক ও বর্তমান চেয়ারম্যান,শিক্ষক,ইমাম ও সাংবাদিকসহ নানা শ্রেণী-পেশার অর্ধ সহ¯্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য,১৯৬৮ সালের ১ জুলাই অধ্যাপক রফিকুল ইসলাম মাত্র ৪৮ বছর বয়সে অকাল মৃত্যুবরণ করেন। তার অকাল প্রয়াণ না হলে ৬৯’র গণঅভূত্থান,৭০’র নির্বাচন ও ৭১’র মহান মুক্তিযুদ্ধে তিঁনি অসামান্য অবদান রাখতে পারতেন।