Home সারাদেশ বানারীপাড়ায় আওয়ামী লীগের সাবেক এমপি মনি’র গণসংযোগ

বানারীপাড়ায় আওয়ামী লীগের সাবেক এমপি মনি’র গণসংযোগ

27

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. মনিরুল ইসলাম মনি বানারীপাড়ায় দিনভর গনসংযোগ করেছেন। ২৮ এপ্রিল শুক্রবার দিনভর তিনি তার সহধর্মীনি বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজিয়া ইসলামকে সঙ্গে নিয়ে বানারীপাড়ার বাইশারী,ইলুহার ও উদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে সবার কাছে দোয়া কামনা করেন। তিনি ইলুহার ইউনিয়নের মলুহার বাইতুম মুনীর জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মুসল্লীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া ্উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উ্পজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.সালাম মাষ্টার,অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আবু সালেহ্,বানারীপাড়া নতুন মুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোয়াজ্জেম হোসেন মানিক, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম,বানারীপাড়ার ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আ.সালাম,বর্তমান সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল ইসলাম সোহেল,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। বিকেলে সাবেক এমপি মনি উদয়কাঠি ইউনিয়নের সাবেক ইউপি চেযারম্যান ও সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান তালুকদারের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করে তার রুহের মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় সাবেক ইউপি চেযারম্যান প্রয়াত মাহাবুবুর রহমান তালুকদারের ছোট ভাই বরিশাল জেলা পরিষদ সদস্য ও উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুন-উর-রশিদ স্বপন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত,বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. মনিরুল ইসলাম মনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল সংযুক্ত পিরোজপুর বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে তিন বার সংসদ সদস্য ছিলেন। এ তিন উপজেলার সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদান রয়েছে। তার আমলের অভূূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড এসব এলাকায় এখনও মানুষের মুখে মুখে আলোচিত হয়। উল্লেখ্য,২০০৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বরিশাল-২ আসনে নৌকার টিকিটে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তিনি পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় বানারীপাড়া ও উজিরপুরে আগাম গণসংযোগ শুরু করেছেন।