Home সারাদেশ বাগেরহাট-৩ আসনে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে মনোনয়নের দাবি জনপ্রতিনিধিদের

বাগেরহাট-৩ আসনে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীকে মনোনয়নের দাবি জনপ্রতিনিধিদের

23

খুলনা অফিস: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে মোংলা উপজেলার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারকে আওয়ামী লীগ থেকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।
আজ ববিবার বিকেলে স্থানীয় শ্রমিক সংঘ চত্বরে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান। মোংলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ এইচ এম মিলন শিকারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। সমাবেশে বক্তৃতা করেন মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, মিঠাখালী ইউপি চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, সুন্দরবন ইউপি চেয়ারম্যান ইকরাম ইজারাদার, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, জেলা পরিষদ সদস্য আ. জলিল শিকদার, রামপালের সদর ইউপি চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সোহেল, পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল, ভোজপাতিয়া ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক টুকু, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান সরদার রাজিবসহ মোংলা ও রামপাল এ দু’উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সারা দেশে চলছে, সেই উন্নয়নের ছোঁয়া মোংলাতে লাগেনি। বরং যোগ্য নেতৃত্বের অভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দরনগরী মোংলা নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। কারণ এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাবিবুন নাহার দায়িত্ব পালনে ব্যর্থ। তাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে জনগণের কাছে গ্রহণযোগ্য নতুন প্রার্থী মনোনয়ন দিতে হবে। সেক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার যোগ্য প্রার্থী। জনগণ তাঁকেই এমপি হিসেবে দেখতে চায়।
সমাবেশের আগে ও পরে ইদ্রিস আলী ইজারাদারকে নৌকা মার্কায় মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়ে নানা শ্লোগানসহ মিছিল অনুষ্ঠিত হয়।