Home জাতীয় বাগাতিপাড়ায় করোনার প্রকোপ মোকাবেলায় পুলিশের ব্যাপক নজরদারী

বাগাতিপাড়ায় করোনার প্রকোপ মোকাবেলায় পুলিশের ব্যাপক নজরদারী

65

তিতাস, বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ মোকাবেলায় সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন বাগাতিপাড়া মডেল থানা পুলিশ ।
রবিবার করোনা প্রতিরোধে সকাল থেকে উপজেলার বাজার-ঘাট ও বিভিন্ন গ্রামের দোকানপাটে থানা পুলিশ একযোগে ব্যাপক তৎপরতা চোখে পড়ে। অযথা বাড়ির বাহিরে বা মোড়ে-বাজারে যেন মানুষ ঘোরাঘুরি না করে তারজন্য বিশেষ করে বাজারগুলোতে কঠোর নজরদারী করছে বাগাতিপাড়া থানা পুলিশ। সেই সাথে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে মাইকিং করে সতর্কমূলক প্রচারণা ও পুলিশি টহল চোখে পড়ার মতো।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, মহামারি করোনায় বিশ্বজুড়ে যে উদ্বেগ ও উৎকন্ঠা পরিলক্ষিত হচ্ছে তা থেকে পরিত্রাণ পেতে সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ একযোগে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাগাতিপাড়া মডেল থানা পুলিশ করোনার প্রকোপ মোকাবেলায় জনগণকে সচেতনের পাশাপাশি সরকারের দেয়া নির্দেশনা বাস্তবায়ন প্রচেষ্টায় কাজ করছে।